পরিবেশের জন্য ভাবনা (physical science chapter 1)
পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের দশম শ্রেণীর ভৌত বিজ্ঞান বিষয়ের প্রথম অধ্যায় (physical science chapter 1 questions and answers) “পরিবেশের জন্য ভাবনা “ এর কিছু গুরুত্বপূর্ণ বহু বিকল্পভিত্তিক প্রশ্ন, অতি সংক্ষিপ্ত প্রশ্ন , সংক্ষিপ্ত প্রশ্ন এবং তার উত্তর করে দেওয়া হল । আশাকরছি ছাত্র-ছাত্রীদের মধ্যমিক পরীক্ষার প্রস্তুতির জন্য খুব কাজে লাগবে।
⬛ ভৌত বিজ্ঞান বিষয়ের প্রথম অধ্যায় এর কিছু গুরুত্বপূর্ণ বহু বিকল্পভিত্তিক প্রশ্ন এবং তার উত্তর ( Multiple Choice Questions and Answers on Physical Science chapter 1)
1. কোনটি জীবাশ্ম জ্বালানী নয়– গোবর গ্যাস/ প্রাকৃতিক গ্যাস/ কয়লা/ পেট্রোলিয়াম।
উঃ- গোবর গ্যাস ।
2. বায়ুমণ্ডলের কোন স্তরে অধিকতম বায়ু দূষন ঘটে– ম্যাগনেস্ফিয়ার/ ট্রপোস্ফিয়ার/ ওজোনস্ফিয়ার/ স্ট্রাটোস্ফিয়ার।
উঃ- ট্রপোস্ফিয়ার।
3. নীচের কোনটি ওজোন স্তরকে ক্ষয় করে না– NO / N2O / CO2 / CFC
উঃ- CO2
4. কোন গ্রীনহাউস গ্যাসটির ক্ষতিকর প্রভাব বেশি– CO2 / CFC / SO2 / CH4
উঃ- CH4
5. গ্রীনহাউস এফেক্টের জন্য দ্বায়ী – গামা রশ্মি / UV রশ্মি / ইনফ্রারেড রশ্মি / আলফা রশ্মি।
উঃ- UV রশ্মি।
6. বায়োগ্যাসের মূল উপাদান হল– H2S / CO2 / H2 / CH4
উঃ- CH4
7. কোনটি গ্রীনহাউস গ্যাস নয়– H2O / CO2 / O2 / CH4 [MP- 19]
উঃ- O2
8. সূর্যের অতি বেগুনি রশ্মি বায়ুমণ্ডলের যে স্তরে শোষিত হয় সেটি হল– ওজোন স্তর / ক্ষুধ মণ্ডল / মেসোস্ফিয়ার / থার্মোস্ফিয়ার।
উঃ- ওজোন স্তর ।
9. বায়ুমণ্ডলের শীতলতম স্তরটি হল– স্ট্রাটোস্ফিয়ার / আয়নোস্ফিয়ার / মেসোস্ফিয়ার / ট্রপোস্ফিয়ার ।
উঃ- মেসোস্ফিয়ার ।
10. ওজোন স্তর সবচেয়ে ক্ষতি করে– গ্লোবাল ওয়ার্মিং / CFC / UV রশ্মি / CH4
উঃ- CFC
11. কোনটি গ্রীনহাউস গ্যাস নয়– N2 / N2O / CFC / CH4
উঃ- N2
12. বায়ুমণ্ডলে ওজোন গ্যাস– স্ট্রাটোস্ফিয়ার / মেসোস্ফিয়ার /আয়নোস্ফিয়ার / ট্রপোস্ফিয়ার স্তরে ঘনীভূত অবস্থায় থাকে।
উঃ- স্ট্রাটোস্ফিয়ার
13. সূর্যালোকের কোন রশ্মির জন্য সোলার কুকার কাজ করে ?
গামা রশ্মি / অবলোহিত রশ্মি / অতিবেগুনি রশ্মি / দৃশ্যমান আলোক রশ্মি ।
উঃ- অবলোহিত রশ্মি
14. তাপন মূল্য অনুযায়ী কোনটি সর্বোৎকৃষ্ট জীবাশ্ম জ্বালানি – ডিজেল / পেট্রোল / কেরোসিন / LPG.
উঃ- LPG.
15. উত্তপ্ত ভূপৃষ্ঠ যে রশ্মির বিকিরণ করে সেটি হল– দৃশ্যমান রশ্মি / অতিবেগুনি রশ্মি / অবলোহিত রশ্মি / এক্স– রশ্মি।
উঃ- অবলোহিত রশ্মি।
16. জ্বালানির তাপনমূল্যের SI একক হল – কিলোজুল/কেজি, ক্যালোরি, কিলোক্যালোরি/ গ্রাম, জুল।
উঃ- কিলোজুল/কেজি ।
17. বায়ুমণ্ডলের কোন স্তরটির ঘনত্ব সবচেয়ে বেশি ? ট্রোপোস্ফিয়ার / স্ট্যাটোস্ফিয়ার / মেসোস্ফিয়ার / থার্মোস্ফিয়ার। [MP-22]
উঃ- ট্রোপোস্ফিয়ার।
18. রেডিও যোগাযোগ ব্যবস্থায় ব্যবহৃত হয়- আয়নোস্ফিয়ার / ট্রপোস্ফিয়ার / স্ট্র্যাটোস্ফিয়ার / এক্সোস্ফিয়ার।
উঃ- আয়নোস্ফিয়ার।
19. ভ্যান অ্যালেন বিকিরন বলয় দেখা যায়- আয়নোস্ফিয়ার / ট্রপোস্ফিয়ার / ওজোনোস্ফিয়ার / ম্যাগনেটোস্ফিয়ার।
উঃ- ম্যাগনেটোস্ফিয়ার।
20. বায়োগ্যাস উৎপাদনের জন্য ব্যবহৃত ব্যাকটেরিয়া হল – নিউমোকক্কাস / মেথানোজেনিক / ল্যাকটোব্যাসিলাস / সবকটিই।
উঃ- মেথানোজেনিক।
21. CFC অতিবেগুনি রশ্মির আঘাতে বিভাজিত হয়ে উৎপন্ন করে- সক্রিয় ফ্লোরিন পরমানু / সক্রিয় ক্লোরিন পরমানু / সক্রিয় হাইড্রোজেন পরমানু / সক্রিয় কার্বন পরমানু ।
উঃ- সক্রিয় ক্লোরিন পরমানু ।
22. বায়ুমণ্ডলের সবচেয়ে সক্রিয় স্তর হল- ট্রপোস্ফিয়ার / স্ট্র্যাটোস্ফিয়ার / মেসোস্ফিয়ার / থার্মোস্ফিয়ার।
উঃ- ট্রপোস্ফিয়ার।
23. বায়ুমণ্ডলে ওজোন স্তর সৃষ্টি হওয়ার কারন হল- রাসায়নিক বিক্রিয়া / পারমাণবিক বিক্রিয়া / আলোক রাসায়নিক বিক্রিয়া।
উঃ- আলোক রাসায়নিক বিক্রিয়া।
24. অদূর ভবিষ্যতে পৃথিবীর বৃহত্তম শক্তির উৎস হিসেবে পরিগণিত হবে- ইথেন হাইড্রেট / মিথেন / মিথেন নাইট্রেট / মিথেন হাইড্রেট।
উঃ- মিথেন হাইড্রেট।
25 কোনটি ওজোন স্তর ক্ষয় করে না- Ar / He / CO2 / CFC [2023]
উঃ- CFC
26. নীচের জ্বালানিগুলির মধ্যে কোনটির তাপনমূল্য সর্বাধিক? কেরোসিন / গ্যাসোলিন / হাইড্রোজেন / মিথেন।
উঃ- হাইড্রোজেন।
27. বায়োডিজেল তৈরিতে ব্যবহৃত উদ্ভিদ হল- পাইন / সাইকাস / সুন্দরী / জ্যাট্রোফা।
উঃ- জ্যাট্রোফা।
28. কোন শক্তির ব্যবহারে অ্যাসিড বৃষ্টির সম্ভবনা বাড়ে? বায়ুশক্তি / সৌরশক্তি / জোয়ার ভাটা শক্তি / জীবাশ্ম জ্বালানি ।
উঃ- জীবাশ্ম জ্বালানি ।
⬛ ভৌত বিজ্ঞান বিষয়ের প্রথম অধ্যায় এর কিছু গুরুত্বপূর্ণ অতি সংক্ষিপ্ত প্রশ্ন এবং তার উত্তর (Very Short Answer type Questions and Answers on Physical Science chapter 1)
1. বায়ুমণ্ডলের সর্বনিম্ন ও সর্বোচ্চ স্তর দুটির নাম লেখো।
উঃ- সর্বনিম্ন স্তর – ট্রপোস্ফিয়ার, সর্বোচ্চ স্তর- এক্সোস্ফিয়ার ।
2. ভ্যান– অ্যালেন বিকিরণ বলয় বায়ুর কোন স্তরে দেখা যায় ?
উঃ- ম্যাগনেটোস্ফিয়ার।
3. কোন ধরনের কয়লার তাপন মূল্য সবচেয়ে বেশি ?
উঃ- অ্যানর্থেসাইট ।
4. কৃত্রিম উপগ্রহ স্থাপনের জন্য বায়ুমণ্ডলের কোন স্তরটি উপযোগী ?
উঃ- এক্সোস্ফিয়ার ।
5. বিদ্যুৎ ক্ষরণের সময় কোন গ্যাস ওজোন ভাঙে।
উঃ- নাইট্রিক অক্সাইড।
6. বায়ুমণ্ডলের আয়নমণ্ডলে তড়িদাহিত অনুর প্রভাবে কী সৃষ্টি হয় ?
উঃ- মেরুজ্যোতি ।
7. বায়োগ্যাসের প্রধান উপাদান কী ?
উঃ- মিথেন।
8. কয়লা ও ডিজেলের মধ্যে কোনটির তাপন মূল্য বেশি?
উঃ- ডিজেল।
9. বায়ুমণ্ডলের কোন স্তরের মধ্যে দিয়ে জেট বিমান চলাচল করে ?
উঃ- ট্রপোস্ফিয়ার।
10. ফসিল জ্বালানীর পোড়ালে বায়ুমণ্ডলের কোন গ্রিনহাউস গ্যাসর পরিমান বাড়ে?[MP-2023]
উঃ- কার্বন ডাই অক্সাইড ।
11. পাওয়ার অ্যালকোহল কী?
উঃ- ইথানল ও পেট্রোলের মিশ্রণ।
12. বায়ুমণ্ডলের কোন স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়?
উঃ- আয়নমণ্ডল ।
13. গ্লোবাল ওয়ার্মিং এর একটি সুফল লেখো।
উঃ- শীতপ্রধান দেশে উদ্ভিদ বেঁচে থাকতে পারে।
14. গ্রীন হাউসের প্রভাব সৃষ্টিতে কোন গ্যাসের অবদান বেশি?
উঃ- CFC
15. বায়োগ্যাস প্ল্যাণ্টে যেসব ব্যাকটেরিয়া বায়োমাসকে মিথেন গ্যাসে বিয়োজিত করে, তাদের কি বলে?
উঃ- মিথানোজেনিক ব্যাকটেরিয়া ।
16. পুননবিকরন যোগ্য শক্তি বলতে কী বোঝায় ?
উঃ- যে শক্তির ভাণ্ডার অফুরন্ত।
17. বায়ুমণ্ডলের কোন স্তরে মেরুজ্যোতি দেখা জায়?
উঃ- আয়নমণ্ডল।
18. বায়ুমণ্ডলের কোন স্তরটি শীতলতম?
উঃ- মেসোস্ফিয়ার।
19. সৌরকোশে ব্যবহৃত অর্ধপরিবাহিটির নাম কী?
উঃ- সিলিকন।
20. বায়ুমণ্ডলের কোন স্তরে ঝড় ও বৃষ্টি হয় ?
উঃ- ট্রোপোস্ফিয়ার।
21. প্রধান গ্রীন হাউস গ্যাস কোনটি?
উঃ- CO2
22. অপ্রচলিত বা বিকল্প শক্তির দুটি উৎসের নাম লেখো। অথবা জীবাশ্ম জ্বালানির বিকল্প একটি জ্বালানির উল্লেখ করো। [MP-22]
উঃ- সৌর শক্তি , বায়ু শক্তি।
23. বায়ুমণ্ডলের কোন স্তরে উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা হ্রাস পায়?
উঃ- মেসোস্ফিয়ার, ট্রপোস্ফিয়ার।
24. ডিজেল , পেট্রোল ও কেরোসেনের মধ্যে কোনটির তাপন মূল্য সবচেয়ে বেশি?
উঃ- পেট্রোল।
25. একটি তরল জীবাশ্ম জ্বালানীর নাম লেখো।
উঃ- পেট্রোলিয়াম।
26. একটি কার্বন বিহীন জ্বালানীর নাম লেখো।
উঃ- হাইড্রোজেন।
27. ওজোন গ্যাসের সর্বাধিক সঞ্চয় বায়ুমণ্ডলের কোন স্তরে দেখা যায়।
উঃ- ওজোনমণ্ডলে ।
28. তাপনমূল্যের SI একক কী ? [MP- 19]
উঃ- কিলোজুল/কেজি
29. বায়োগ্যাসের একটি ব্যবহার লেখো।
উঃ- বায়োগ্যাস জ্বালানি রূপে রান্নার কাজে ব্যবহার করা হয়।
30. কাঠকয়লা, পেট্রোল ও ইথানলের মধ্যে কোনটি জীবাশ্ম জ্বালানি ? [MP-18]
উঃ- পেট্রোল।
31. স্ট্যাটোস্ফিয়ারে উচ্চতা বাড়ার সঙ্গে উষ্ণতা– …………। [MP-17]
উঃ-অপরিবর্তিত থাকে ।
32. বায়ুমণ্ডলের স্ট্যাটোস্ফিয়ার স্তরকে ক্ষুদ্ধমণডল বলে।[সত্য/ মিথ্যা] [MP-17]
উঃ- মিথ্যা ।
33. ট্রপোস্ফিয়ারে প্রতি 1000 m উচ্চতা বৃদ্ধিতে 6.4 ডিগ্রী সেলসিয়াস উষ্ণতা হ্রাস পায় ।[সত্য/ মিথ্যা] [MP-16]
উঃ- সত্য ।
34. বায়ুমণ্ডলের উষ্ণতা বৃদ্ধি করে এমন একটি গ্যাসের নাম লেখো। [MP-22]
উঃ- কার্বন ডাইঅক্সাইড।
35. ওজোন স্তর সূর্য থেকে আগত ………..রশ্মির ভূপৃষ্ঠে আপতনকে প্রতিহত করে। [MP-22]
উঃ- অতি বেগুনি।
36. মিথেন হাইড্রেটের সংকেত লেখো।
উঃ- 4CH4 . 23H2O
37. বায়ুমণ্ডলের কোন স্তরের মধ্যে দিয়ে জেট প্লেন এবং উড়োজাহাজ চলাচল করে?
উঃ- স্ট্র্যাটোস্ফিয়ার।
38. প্রাকৃতিক সৌরপর্দা বায়ুমণ্ডলের কোন স্তরকে বলা হয়?
উঃ- ওজোন স্তর।
39. মিথেন হাইড্রেট একপ্রকার কঠিন …………যৌগ।
উঃ- ক্ল্যাথরেট।
40. বায়ুমণ্ডলে উপস্থিত একটি গ্যাসের নাম লেখো এটি গ্রিনহাউস গ্যাস নয়। [2023]
উঃ- অক্সিজেন, নাইট্রোজেন।
⬛ ভৌত বিজ্ঞান বিষয়ের প্রথম অধ্যায় এর কিছু গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন এবং তার উত্তর (Short Answer type Questions and Answers on Physical Science chapter 1)
1. পরিবেশের উপর বিশ্ব উষ্ণায়নের দুটি সম্ভাব্য প্রভাব লেখো।
উঃ- বিশ্ব উষ্ণায়নের প্রভাব –
১. আবহাওয়ায় অনেক পরিবর্তন ঘটবে। প্রবল বন্যা, খরা, ঝড়-ঝঞ্ঝা ইত্যাদি হবে।
২. মেরু অঞ্চলে প্রচুর পরিমান বরফ গলবে, ফলে সমুদ্রের জলতলের উচ্চতা বেড়ে উপকুলবর্তী এলাকাগুলিকে ডুবিয়ে দেবে।
৩. বিভিন্ন ধরনের জীবানুঘটিত রোগের প্রাদুর্ভাব ঘটবে।
2. কয়লার একটি নমুনার তাপন-মূল্য 30000 kJkg-1 বলতে কী বোঝায়? [2023]
উঃ- কয়লার একটি নমুনার তাপন-মূল্য 30000 kJkg-1 বলতে কী বোঝায়, এক কেজি বা 1000 গ্রাম নমুনার কয়লাকে অক্সিজেনের উপস্থিতিতে সম্পূর্ণ দহন করলে 30000 kJ তাপ উৎপন্ন হবে।
3. ওজোন স্তর ধংসে নাইট্রোজেন যৌগের ভূমিকা লেখো।
উঃ- স্ট্র্যাটোস্ফিয়ারে নাইট্রোজেন অক্সাইডের (যেমন NO2, NO, N2O ) পরিমান বৃদ্ধি পেলে ওজোন স্তরের ব্যাপক ক্ষতি হয়। এই অক্সাইড সমূহের উৎস হল অতি দ্রুতগামী বিমান বা সুপারসনিক জেট বিমান। এই স্তরের ঘনত্ব কম হওয়ায় বিমান গুলি দ্রুতগামী হতে সক্ষম হয়। ওজোন অনু NO এর সঙ্গে বিক্রিয়ায় O2 অনুতে পরিণত হয়।
NO + O3 ⟶ NO2 + O2 ,
O2 + ( অতিবেগুনি রশ্মি )⟶ O + O
NO2 + O ⟶ NO + O2
এখানে NO যেমন ওজোনের সঙ্গে বিক্রিয়া করে, তেমনি NO2 ওজোন সৃষ্টিকারী অক্সিজেন পরমানুর সঙ্গে বিক্রিয়া করে। ফলে প্রথম ক্ষেত্রে ওজোন সরাসরি ধ্বংস হয় এবং দ্বিতীয় ক্ষেত্রে ওজোন সৃষ্টি ব্যাহত হয়। ফলে ওজোন স্তর বিনষ্ট হয়। অন্যদিকে N2O সরাসরি ওজোনকে ধ্বংস করে।
4. ওজোন স্তর ধংসের দুটি ক্ষতিকারক প্রভাব উল্লেখ করো।
উঃ- পৃথিবীকে ঘিরে থাকা ওজোন স্তর সূর্য থেকে আসা ক্ষতিকারক অতিবেগুনি রশ্মিকে শোষন করে। এই স্তরের ক্ষতি হওয়ার ফলে বেশি পরিমানে অতিবেগুনি রশ্মি পৃথিবীতে এসে পৌঁছায়। এর ফলে- ১. পৃথিবীতে উষ্ণতার বৃদ্ধি ঘটবে। ২. চামড়ায় ক্যান্সার , চোখে ছানি পড়া ইত্যাদি রোগের প্রকোপ বাড়বে। ৩. উদ্ভিদের ক্ষতি হবে।
5. ওজোন স্তর ধংসের কারণ লেখো।
উঃ- বর্তমানে প্রচুর পরিমানে CFC এর ব্যবহার। এছাড়াও নাইট্রাস অক্সাইড , কার্বন টেট্রাক্লোরাইড , ট্রাইক্লোরোইথেন প্রভৃতি দ্বারা ওজোন স্তর ধংস হচ্ছে।
6. গ্রীন হাউস প্রভাব বলতে কি বোঝায়?
উঃ- বায়ুতে উপস্থিত CO2 ও অন্যান্য কতকগুলি গ্যাসীয় পদার্থ যে প্রক্রিয়ায় পৃথিবীপৃষ্ঠ থেকে বিকিরিত তাপকে মহাশূন্যে ফিরিয়ে না দিয়ে ভূপৃষ্ঠ ও ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুমণ্ডলকে উত্তপ্ত করে তাকে গ্রীন হাউস প্রভাব বলে।
7. ওজোন স্তর ধংসে CFC এর ভূমিকা আলোচনা করো।
উঃ- CFC হল ক্লোরো ফ্লোরো কার্বন। যার সংকেত CFCl3 ।
CFCl3 অতিবেগুনি রশ্মির প্রভাবে ভেঙে গিয়ে Cl উৎপন্ন করে। উৎপন্ন Cl ওজোন গ্যাসকে ভেঙে ClO এবং O2 উৎপন্ন করে। আবার উৎপন্ন ClO ওজোন গ্যাসকে O2 তে পরিণত করে এবং সেই সঙ্গে Cl উৎপন্ন করে।
CFCl3 + অতিবেগুনি রশ্মি ⟶ Cl + CFCl2 ,
Cl + O3 ⟶ ClO + O2 ,
ClO + O3 ⟶ Cl +2O2
উৎপন্ন Cl আবার O3 এর সঙ্গে বিক্রিয়া করে ওজোনের বিনাশ ক্রিয়া চালাতে থাকে।
8. ওজোন স্তর কিভাবে সৃষ্টি হয়?
উঃ- সূর্য থেকে আসা আতিবেগুনি রশ্মি অক্সিজেনের অনুকে ভেঙ্গে পরমানুতে পরিণত করে। একটি অক্সিজেন অনুর (O2 ) সঙ্গে একটি অক্সিজেন পরমানু (O) যুক্ত হয়ে একটি ওজোন অনু (O3) তৈরী করে। অতিবেগুনি রশ্মি অস্থায়ী O3 অনুকে ভেঙে O2 অনু এবং O পরমানু উৎপন্ন করে। এই O3 ↔️ O2 চক্রটি চলতে থাকে।
O2 + অতিবেগুনি রশ্মি ⟶ 2O ,
O + O2 ↔️ O3
9. NO কীভাবে ওজোন স্তরকে ধ্বংস করে ?
উঃ- ওজোন অনু NO এর সঙ্গে বিক্রিয়ায় O2 অনুতে পরিণত হয়। ফলে ওজোন স্তর ধ্বংস হয়।
NO + O3 ⟶ NO2 + O2 ,
10. বায়োফুয়েল কী? এর একটি ব্যবহার লেখো।
উঃ- কাঠ, কৃষি বর্জ্য এবং গোবর জ্বালানি রূপে ব্যবহৃত হওয়ায় এদের বায়োফুয়েল বলে।
গরু এবং মোষের বর্জ্য পদার্থ অর্থাৎ গোবর থেকে তৈরী ঘুঁটে পোড়ালে তাপ উৎপন্ন হয় এবং সেই তাপ গ্রামাঞ্চলে রান্নার কাজে ব্যবহার করা হয়। ঘুঁটে জ্বালানি রূপে ব্যবহৃত হয়।
11. বায়ুমণ্ডলে স্ট্র্যাটোস্ফিয়ার স্তরের অবস্থান এবং এর গুরুত্ব উল্লেখ করো। [MP-15]
উঃ- ট্রপোস্ফিয়ারের ঠিক উপরের স্ট্র্যাটোস্ফিয়ার স্তরের অবস্থান। এর উচ্চতা 10-50 কিলোমিটার।
স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতার কোনো পরিবর্তন হয় না। এই অঞ্চলে পরিচলন স্রোত সৃষ্টি হয় না। এখানে জলীয় বাস্প, মেঘ ইত্যাদি থাকে না।
12. কোনো জ্বালানির তাপনমূল্য বলতে কী বোঝ ? [MP-17]
উঃ- এক গ্রাম পরিমাণ কোনো জ্বালানি অক্সিজেনে সম্পূর্ণ দহনের ফলে যে তাপ উৎপন্ন হয়, তাকে ওই জ্বালানির তাপন মূল্য বলে।
12. স্থিতিশীল উন্নয়নের ধারনাটি কী ? [MP-19]
উঃ- স্থিতিশীল উন্নয়ন হল সেই উন্নয়ন যা বর্তমান প্রজন্মের প্রয়োজন মেটায়, ভবিষ্যৎ প্রজন্মের প্রয়োজন মেটানোর সামর্থ্যের সঙ্গে আপোস না করে। এর ফলে পৃথিবীর প্রাকৃতিক উৎসের সীমার মধ্যে, বর্তমান এবং ভবিষ্যতের পরিবেশগত, অর্থনৈতিক এবং সামাজিক উন্নতি ঘটবে।
13. মিথেন হাইড্রেট কী ? [MP-18]
উঃ- নির্দিষ্ট মানের উষ্ণতা এবং চাপে জলের অনুগুলি খাঁচার মতো গঠন তৈরী করে এবং তার মধ্যে মিথেন অনুগুলি থেকে। এইভাবে প্রাপ্ত মিথেনের জলীয় দ্রবন কে মিথেন হাইড্রট বলে।
পৃথিবীর মেরু অঞ্চল এবং সমুদ্রের নীচে মিথেন হাইড্রট পাওয়া যায়।
14. বিশ্ব উষ্ণায়ন কমানোর কয়েকটি উপায় লেখো।
উঃ- ১. জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমাতে হবে।
২. প্রচুর পরিমানে গাছ লাগেতে হবে।
৩. বিভিন্ন জৈব বর্জ্য পদার্থকে জৈব সারে রূপান্তরিত করে সেগুলি ব্যবহার করতে হবে।
৪. ক্লোরো ফ্লোরো কার্বন গ্যাসের উৎপাদন এবং ব্যবহার বন্ধ করতে হবে।
৫. জন সংখ্যা নিয়ন্ত্রণ করতে হবে।
15. বিশ্ব উষ্ণায়ন কী ? [MP-22] ভবিষ্যতে পরিবেশের ওপর বিশ্ব উষ্ণায়নের দুটি সম্ভাব্য প্রভাব লেখো। [MP-2023]
উঃ- বর্তমানে শিল্প এবং জ্বালানির প্রয়োজনে বনভূমি ধ্বংস করার ফলে CO2 গ্যাস, মানুষ ও জীবজন্তুর মলমূত্র ও বিভিন্ন জোইব বর্জ্য পদার্থের পচন, ধান চাষ ইত্যাদি কারনে মিথেন গ্যাস এবং রেফ্রিজারেটর, মোটরগাড়ি, প্ল্যাস্টিক ইত্যাদি শিল্পের কারনে CFC গ্যাস এর পরিমান বায়ুমণ্ডলে বেড়ে যাচ্ছে। এর ফলে পৃথিবীপৃষ্ঠ কর্তৃক বিকীর্ণ ইনফ্রারেড রশ্মি বায়মণ্ডলে বেশি পরিমানে শোষিত হচ্ছে। তাই পৃথিবীর গড় উষ্ণতা প্রতি বছর প্রায় 0.05 oC করে বৃদ্ধি পাচ্ছে। একে বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং বলে।
বিশ্ব উষ্ণায়নের দুটি সম্ভাব্য প্রভাব: 1) আবহাওয়ার অনেক পরিবর্তন ঘটবে। প্রবল বন্যা, খরা , ঝড়-ঝঞ্ঝা ইত্যাদি হবে। 2) মেরু অঞ্চলে প্রচুর পরিমাণে বরফ গলবে, ফলে সমুদ্রের জলতলের উচ্চতা বেড়ে উপকূলবর্তী এলাকাগুলিকে ডুবিয়ে দেবে।
16. স্থিতিশীল বৃদ্ধি ও উন্নয়নের জন্য বায়ুশক্তি ব্যবহার করা যায় কেন? [2023]
উঃ- স্থিতিশীল উন্নয়ন হলো সেই উন্নয়ন যা বর্তমান প্রজন্মের প্রয়োজন মিটায়, ভবিষ্যৎ প্রজন্মের প্রয়োজন মেটানোর সামর্থের সঙ্গে আপোষ না করে। এর ফলে পৃথিবীর প্রাকৃতিক উৎসের সীমার মধ্যে, বর্তমান এবং ভবিষ্যতের পরিবেশগত, অর্থনৈতিক এবং সামাজিক উন্নতি ঘটবে। এর জন্য জীবাশ্ম জ্বালানির সংরক্ষণ এবং এর ওপর নির্ভরতা কমিয়ে নবীকরণযোগ্য ও অপ্রচলিত বিকল্প শক্তির উৎসের ব্যবহার প্রয়োজন। এই কারনে স্থিতিশীল বৃদ্ধি ও উন্নয়নের জন্য বায়ুশক্তি ব্যবহার করা যায়।
আরও দেখুনঃ দশম শ্রেণীর ভৌতবিজ্ঞান বিষয়ের প্রশ্ম উত্তর।
- অভিব্যক্তি ও অভিযোজন- মাধ্যমিক জীবন বিজ্ঞান | Madhyamik Life Science Chapter 4
- পরিবেশ ও জনস্বাস্থ্য- সপ্তম শ্রেণীর পরিবেশ বিজ্ঞান | Class 7 Science Chapter 8
- পরিবেশের সংকট, উদ্ভিদ ও পরিবেশের সংরক্ষণ-সপ্তম শ্রেণীর বিজ্ঞান | Class 7 Poribesh Chapter 7
- পরিবেশ গঠনে পদার্থের ভূমিকা (চতুর্থ অধ্যায়)- সপ্তম শ্রেণীর বিজ্ঞান | Class 7 Science Chapter 4
- সময় ও গতি (দ্বিতীয় অধ্যায়) সপ্তম শ্রেণীর বিজ্ঞান প্রশ্ম উত্তর | Class 7 Science Chapter 2
➤ আমাদের পোষ্টের লেটেস্ট আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ জয়েন করুন এবং টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন।





Thinks You